Dr. Neem on Daraz
Victory Day

মুজিববর্ষে শুণ্য অভিবাসন ব্যয়ে বিদেশে প্রেরণের উদ্যোগ 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০২:০৩ পিএম
মুজিববর্ষে শুণ্য অভিবাসন ব্যয়ে বিদেশে প্রেরণের উদ্যোগ 

ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ অভিবাসন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের মতবিনিময় সভা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪জানুয়ারি) বিকেলে নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) ছাত্র মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এর আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। 

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নীলফামারীর অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বোয়েসেল এর উপ-মহাব্যবস্থাপক আলম হোসেন এবং বিশেষ আলোচক ছিলেন একই দফতরের ব্যবস্থাপক হাবীবুল্লা খান। 

সভায় দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের পোষ্যরা অংশগ্রহণ করেন। 

নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র(টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় বোয়েসেলের মাধ্যমে শুণ্য অভিবাসন ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের পোষ্যদের বিদেশে প্রেরণের উদ্যোগ নিয়েছে। 

জর্ডানসহ অন্যান্য দেশে চাকুরীর সুযোগ নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে