Dr. Neem on Daraz
Victory Day

দৌলতপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা


আগামী নিউজ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১১:২৮ এএম
দৌলতপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা

মোঃ হাবিবুর রহমান

মানিকগঞ্জঃ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৭ নম্বর আদালতে মামলা দায়ের করেন কলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল সালাম। 

বিজ্ঞ বিচারক আইভি আক্তার  মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি বি আই) বরাবর তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তালুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান কলেজের পরিচালনা পর্ষদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে কলেজের মাঠ দখল করে আজম খান নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিজে দাড়িয়ে থেকে দোকান ঘর তুলে দেন।

এছাড়াও ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা না হওয়ায় ফরম ফিলাপের টাকা সরকার ফেরত দিলেও তিনি তা কোন শিক্ষার্থীকে ফেরত না দিয়ে নিজে আত্মসাৎ করেন। 

ওই মামলায় বাদী তার এজাহারে আরও উল্লেখ করেন, কলেজের পুরনো একটি চৌচালা টিনের ঘর বিক্রি করে প্রায় তিন লক্ষ টাকা ভূয়া বিল ভাউচার দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। 

মামলার বাদী আব্দুল সালাম বলেন, আমরা অভিভাবকগণ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ তার কাছে এসব অনিয়মের  বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কলেজ থেকে বের করে দেন।

তালুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান বলেন, একটা মফস্বলের কলেজে অর্থ আত্মসাৎ এর কোন সুযোগ নেই। আমি কোন অর্থ আত্মসাৎ করি নাই। এখানে ছাত্র-ছাত্রীরা ঠিকমত বেতন দেয় না। আমার বিরুদ্ধে তারা যে সব অভিযোগ করেছেন তার প্রত্যেকটির রেজুলেশন রয়েছে। কলেজে নতুন ম্যানেজিং কমিটি হয়েছে। মূলত ম্যানেজিং কমিটির সদস্য হতে না পেরে অনেকেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে