Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৩:৫৮ পিএম
মধুখালীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: জেলার মধুখালীতে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মধুখালী উপজেলার উদ্যোগে পল্লী উন্নয়ন বোর্ডের  সদস্যদের মাঝে ৪ ভাগ  সার্ভিস চার্জে ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা কর্মকর্তা সুব্রত কুমার দত্তের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য  ও ঋণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী  কর্মকর্তা মোঃ ফিরোজ নেছার, এআরডিও তামান্না খাতুন, মাঠ সংগঠক  আবু  তারেকসহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অফিস প্রধান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে ১ কোটি ৬৯ লক্ষ টাকা ১১১ জন পল্লী উন্নয়ন বোর্ডের  সদস্যদের মাঝে স্বল্প সার্ভিস চার্জে টাকার চেক বিতরণ করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে