Dr. Neem on Daraz
Victory Day

সেনাপ্রধানের শীতবস্ত্র পেল শাহজাদপুর বাসী


আগামী নিউজ | সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৬:৩৫ পিএম
সেনাপ্রধানের শীতবস্ত্র পেল শাহজাদপুর বাসী

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ: জেলার  শাহজাদপুরে ২ হাজার ৫’শ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউল আহমেদ।

বুধবার (২৯ ডিসেম্বর) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় তার ছিল এই আয়োজন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শাহজাদপুরের নুকালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ হাজার ৫’শ অসহায় মানুষ এ শীতবস্ত্র পেলেন।

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউল আহমেদ শীতবস্ত্র বিতরণকালে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সেই প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানবিক দায়বদ্ধতা থেকে সেনাবাহিনী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা প্রদানসহ জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ সময়ে, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে