Dr. Neem on Daraz
Victory Day

চাটনি ভেবে কীটনাশক খেয়ে ৪ শিশু হাসপাতালে


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০১:১৩ পিএম
চাটনি ভেবে কীটনাশক খেয়ে ৪ শিশু হাসপাতালে

ছবিঃ আগামীনিউজ

যশোরঃ জেলার শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়ে চার শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চার শিশুরা হলো, শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ভাইপো আজগার আলী (১০), কাজী শহিদুর জামান শিল্পীর কন্যা কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনুজ্জামান রাজন বলেন, শিশুরা চার জন একসাথে খেলতে খেলতে কাজীপাড়া মেনরোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কোম্পানির কীটনাশকের একটা ছোট্র প্যাকেট চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে।

তাদের প্রথমে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার বলেন, ২৪ ঘন্টা না পার হলে কিছু বলতে পারবো না। 

এ ঘটনায় ওই চার শিশুর পরিবারের মাঝে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে