Dr. Neem on Daraz
Victory Day

টিফিনের টাকায় ২৫০ ছিন্নমূলকে শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:২৭ পিএম
টিফিনের টাকায় ২৫০ ছিন্নমূলকে  শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা

ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। তা ছাড়া এই সময়ে  ঠান্ডাজনিত রোগেও ভুগছেন শিশু ও বৃদ্ধরা। ঠিক সেই মূহুর্তে শীত নিবারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে উপজেলার ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরবেলা ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ২৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করেন।

এসময় ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক সুনীল চন্দ্র বর্মন, জবাইদুর রহমান সহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান বলেন, ২০১৭ সালে বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জনসেবা মূলক কাজের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে । শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।

ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, এর আগে এ এলাকায় শিক্ষার্থীদের এধরণের কোন কার্যক্রম চোখে পড়েনি।

শিক্ষার্থীদের টিফিনের টাকা জমিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এ ধরণের কার্যক্রম বিরল। শিক্ষার্থীদের এরকম কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

আগামীনিউজ/এসএস  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে