নেত্রকোণাঃ জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদী আর গারো পাহাড়বেষ্টিত দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর জনপদে গারো এবং হাজং গোত্রের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অধিকাংশই খ্রীষ্টধর্মাবলম্বী। খ্রীষ্টীয় বড়দিন উপলক্ষ্যে শনিবার সকাল থেকে ক্রয়সামর্থহীন পরিবারগুলোর শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠদের জন্য আয়োজন করা হয়েছে বড়দিনের ফ্রি হাট। দুর্গাপুরের পুরনো ক্যাথলিক গীর্জা রানীখং মিশন প্রাঙ্গণে স্বেচ্ছসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে।
শহরের পাঁচতারকা হোটেলের মতোই সাজানো হয়েছে পাহাড়ি জনপদের পুরো অনুষ্ঠানস্থল। রয়েছে বিশাল আকারের ক্রিসমাস কেক, সান্তাক্লজের সাজে সঞ্জিত স্বেচ্ছাসেবীদের ছিলো সুস্বাদু চকলেট। আর এসব কিছুই দেয়া হয়েছে বিনে পয়সায়।
ফ্রি-হাটে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু ও শিক্ষার্থীদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী, শীতের পোশাক, খেলনাসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয় উপসচিব ব্যজ্ঞন চাম্বুগং, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-এ-নূর আলম। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিলরীইউজ রিছিল, শোভন রুরাম, মো. শফিকুল হকসহ বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এসময় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
আগামীনিউজ/এসএস