ছবিঃ আগামী নিউজ
যশোরঃ জেলার বেনাপোলে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহও হেলাল (২৫ )নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে একটি পিকআপও জব্দ করা হয়।
বেনাপোল ফিলিং ষ্টেশন এলাকা থেকে রবিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় একটি পিকআপ গাড়িতে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে বেনাপোল বাজার হয়ে যশোরের দিকে যাচ্ছে এমন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল যশোর-বেনাপোল সড়কের পাশে অবস্থিত বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে পিকআপটি (ঢাকা মেট্রো ণ-২১-২৪৪১) আটক করে । পরে পিকআপটি তল্লাশি করে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী হেলালকে গ্রেফতার করা হয়। এ মাদক পাচারের সাথে আর কারা জড়িত আছে তাদের পরিচয় জানার জন্য গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিউটি অফিসার জানান।
আগামীনিউজ/এসএস