ছবি: আগামী নিউজ
নেত্রকোণা: জেলার পূর্বধলায় উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার সময় জেলা পরিষদের উপজেলা অডিটরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো.আইয়ূব আলী।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক মো.আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব মো.আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মো.মজিবুর রহমান তারেক, বাবু সমিরন সরকার, মো.তোফায়েল আহমেদ রায়হান, মো.মোতালেব খান রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পিয়েল শাহ, আমিনুল ইসলাম মন্ডল, তারা মিয়া,সাইকুল ইসলাম, আব্দুল আজিজ, তারা মিয়া, এমদাদুল ইসলাম এমদাদ, এরশাদ হোসেন, হারাধন সূত্রধর সহ জেলা কৃষক লীগ, উপজেলা কৃষক লীগ ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কৃষকলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করতে উদাত্ত আহ্বান জানান।
আগামীনিউজ/ হাসান