Dr. Neem on Daraz
Victory Day

সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৮


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০২:৩৭ পিএম
সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারঃ জেলার টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আট মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে ছেঁড়াদ্বীপে অভিযান পরিচলনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সাবারাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দা মো. হারুন(৪০), একই এলাকার মো. সলিমুল্লাহ(৫০), মো. সফিকুল্লাহ(৩৫), মোহাম্মদ আলী(৬০), মো. হাসেম(২২), মো.হাসান(২২), মো. সফিকুর(৩৫) ও পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদ (৪০)।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন রাত ৮টার সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়।

বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালাতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় বোটে থাকা ৮ মাঝিমাল্লাকে আটক ও বোটটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটক মাঝিমাল্লাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে