Dr. Neem on Daraz
Victory Day

ধর্ষণের অভিযোগে প্রবাসী কারাগারে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ১০:২৪ পিএম
ধর্ষণের অভিযোগে প্রবাসী কারাগারে

ছবি: আগামী নিউজ

চট্টগ্রামের আকবরশাহে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শুভ দে (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে কর্নেলহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যুবতীর সাথে শুভ দের ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে মেয়েটির পরিবার জানিয়েছে। শুভ দে সম্প্রতি বিদেশ থেকে দেশে আসেন। এরপর যুবতীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনায় আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী মেয়েটির পরিবার। এরপর পুলিশ অভিযান চালিয়ে শুভ দেকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুভ দে প্রবাসে ছিলেন। ধর্ষণের অভিযোগের পর ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে