গাইবান্ধাঃ জেলার পলাশবাড়িতেস্ত্রীকে ডির্ভোস দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর বাসুদেবপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে ডির্ভোস সম্পন্ন হয়। গোলাম মোস্তফা একই এলাকার ডা. নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েকবছর তাদের সংসার ভালোই চলে। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। হঠাৎ করে মনমালিন্য হওয়ায় তাদের দাম্পত্য কলহ শুরু হয়। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে দুজনের সম্মতিতে আজকে তাদের ডির্ভোস হয়েছে।
এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার অবাধ্য ছিল। সে জীবনটা অতিষ্ট করে তুলেছিল। অতিষ্ট হয়ে আজকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের ডির্ভোস হয়েছে। আমি মুক্ত হয়েছি। তাই আজকে খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করেছি। গ্রামের সকল লোককে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।
আগামীনিউজ/এসএস