Dr. Neem on Daraz
Victory Day

মঠবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


আগামী নিউজ | মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০২:৪৭ পিএম
মঠবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ছবি: আগামী নিউজ

পিরোজপুর: “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন” এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সেমিনার, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এ দিবস পালিত হয়।

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে শহিদ মাখন লাল দাস মিলনায়াতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল, পৌর সচিব হারুন অর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান, কে এম লতীফ ইনিষ্টিটিউশন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ। 

আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে