Dr. Neem on Daraz
Victory Day

ট্রাকচাপায় বাইক চালকের মৃত্যু, আহত ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৮:৫৬ এএম
ট্রাকচাপায় বাইক চালকের মৃত্যু, আহত ২

ফাইল ছবি

টাঙ্গাইল: জেলার মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিক ও মহাদেব নামে আরও দুই কিশোর আহত হয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের ধেরুয়া এলাকায় মাছরাঙ্গা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।

আহত মহাদেব ও পুলিশ জানান, তারা তিনজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে ধেরুয়া এলাকায় পৌঁছালে মাছরাঙ্গা ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক মহাসড়কে উঠছিলো। এসময় সজিব মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসেন। সোখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে