Dr. Neem on Daraz
Victory Day

বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ১১:৫৯ এএম
বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

ছবিঃ সংগৃহীত

বরগুনাঃ জেলার পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দি‌কে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী র‌্যা‌ব ক্যাম্পের (র‌্যা‌ব-৮) কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে জলদস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় দস্যু নির্মুলে কাজ শুরু করে র‌্যা‌বের একটি বিশেষ টিম। গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন বাদুরতলায় কয়েকজন জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। শুক্রবার মধ্যরাতে বাদুরতলা এলাকায় তারা অভিযান শুরু করলে গুলি ছোড়ে দস্যুরা। র‌্যা‌বও পাল্টা গুলি চালালে পিছু হটে তারা। এরপর ঘটনাস্থলে এক দস্যুর গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখা যায়। এসময় তার পাশে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। পরে তার মৃতদেহ পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যা‌ব। তবে, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যুর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম, ঠিকানা জানা যায়নি।’

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে