Dr. Neem on Daraz
Victory Day

মদ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৮:২৮ এএম
মদ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

ফাইল ছবি

বগুড়া: জেলার নন্দীগ্রামে চোলাই মদ জব্দ করতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হামলার শিকার পুলিশ। এ সময় সংঘর্ষে সাত পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ লিটার চোলাই মদ জব্দ করেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম (বৃন্দাবনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দাসগ্রামের জাম্বু মাহাতো বলেন, ‘আগামী শনিবার তার দুই মেয়ে পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ে। স্থানীয় রীতি অনুযায়ী বরপক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরি করে রাখি। রাত ৮টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরে ঘরে তল্লাশির সময় নারী-পুরুষদের মারপিট করতে থাকে পুলিশ। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।’

পুলিশ জানায়, এক পর্যায় নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা সুজন মাহাতো নামের একজনকে আটক করেছেন। এ সময় জাম্বু মাহাতোর বাড়ি থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ সাত পুলিশ হামলায় আহত হয়েছেন। এসআই রেজাউলকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছয় পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে