Dr. Neem on Daraz
Victory Day

ইউপি নির্বাচন: নরসুন্দর কল্যাণ সমিতির সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়


আগামী নিউজ | উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১০:২৭ পিএম
ইউপি নির্বাচন: নরসুন্দর কল্যাণ সমিতির সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার সৈয়দপুরে ইউপি নির্বাচন উপলক্ষে এক চেয়ারম্যান প্রার্থী নরসুন্দর কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। এ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে সাব-রেজিস্ট্রী অফিসের হলরুমে। সভায় সভাপতিত্ব করেন আবু বকর সিদ্দিক। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন বাঙ্গালীপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী শামসুল সরকার, এনামুল হক, নরসুন্দর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র রায়, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, স্বপন চন্দ্রশীল প্রমূখ।

এ সময় নরসুন্দর কল্যাণ সমিতির নেতারা তাদের জন্য অফিসঘর, টয়লেট, কাজের রেট নির্ধারণ ও রাস্তা নির্মানের দাবি জানান। সমিতির নেতাদের দাবির প্রেক্ষিতে আনারস মার্কার ওই চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি অনুদানের অপেক্ষা না করেই নিজ অর্থে আপনাদের সমস্যা সমাধাণ করে দেয়া হবে। আমি প্রার্থী হওয়ার পূর্ব থেকেই মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট সংস্কারে অর্থ সহায়তা করে আসছি। আর চেয়ারম্যান নির্বাচিত হলে জনদুর্ভোগ লাঘবে আমার ওপর সাংবিধানিক দায়িত্ব বর্তাবে। তিনি আরও বলেন, জনগনের আমানত আমার দ্বারা কখনও খেয়ানত হবে না। সরকারের যে কোন অনুদান বিষয়ে ইউনিয়নবাসীর সবাই জানবেন।

এ ছাড়াও যে কোন অনুদান আসলে শতকরা একভাগ নরসুন্দর কল্যাণ সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। তবে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করতে চাইলে নরসুন্দর কল্যাণ সমিতির সকল সদস্যকেই চেয়ারম্যান প্রার্থী ভেবে কাজ করতে হবে। আপনারা যেমন মানুষকে সুন্দর করেন তেমন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইতে হবে, তাহলেই চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব। চেয়ারম্যান প্রার্থী শামসুল সরকার আরও বলেন, আমি প্রতি সেক্টরে সমিতি গড়ে তুলবো। সমিতির মানুষের পরামর্শে ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে। ক্ষেতে খামারে যারা কাজ করে তারাও সমিতি করে পারিশ্রমিক নির্ধারন করে কাজ করবে। ধনীরাও তাদের উৎপাদিত পণ্যের দাম ঠিক করতে পারবে সমিতির মাধ্যমে। সমিতি ভিত্তিক ইউপি পরিচালিত হলে থাকবে জবাবদিহিতা, সমাজে আসবে স্বচ্ছতা।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে