Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০১:১৮ পিএম
খোকসায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন

ছবিঃ আগামীনিউজ

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করেছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে জয়ন্তীহাজরা  ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার থেকে শত শত নেতা কর্মী নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

অথচ, ২০১৬ সালের নির্বাচনী বিধিমালা অনুযায়ী ক্রমিক নং ১৩-তে স্পষ্টভাবে বলা আছে প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। ভোটের মাঠ উত্তপ্ত করার লক্ষ্যেই এমন কাজ করেছেন চেয়ারম্যান আবদুর রাজ্জাক এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। এবার তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবদুস শকীব খান টিপুসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

অভিযুক্ত নৌকার মনোনয়নপ্রত্যাশী আবদুর রাজ্জাককে মুঠোফোনে ফোনে একাধিকবার ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে খোকসা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, দুপুরে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেল শোডাউন করেছেন তা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। যদি ঘটনা সত্য হয় তাহলে তিনি অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে