Dr. Neem on Daraz
Victory Day

হরিপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই


আগামী নিউজ | রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০১:৫৪ পিএম
হরিপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় যাদুরাণী বাজারে রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকানের ১০টি ঘর পুড়ে গেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০ লাখ টাকার মালামাল ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার সময় যাদুরাণী বাজারে নিজামের তুলার দোকান থেকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। সে আগুন থেকে মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা ৫টি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিপুর ও রাণীশংকৈলের ফায়ার সার্ভিসের দুইটি দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল ও হরিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তরিকুল ইসলাম
বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

আগুনে পুড়ে নিজামুদ্দিনের তুলার দোকানে ৯ লাখ মোহাম্মদ আলীর ফার্নিচারের দোকানে আড়াই লাখ , গোলাম রব্বানী তুলার দোকানে সাড়ে ৩ লাখ, নুর হোসেনের কাঠ ফার্নিচার দোকানে আড়াই লাখ ও মঈনুদ্দীন দোকান ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হরিপুর থানা পুলিশের একটি দল ও আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার প্রমূখ ।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল এবং ইউএনও আব্দুর করিমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে