Dr. Neem on Daraz
Victory Day

ভোলায় প্রতিবন্ধী দিবস পালিত


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৩:২৯ পিএম
ভোলায় প্রতিবন্ধী দিবস পালিত

ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ জেলায় ৩০ তম আন্তর্জাতিক এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন অগ্রদূত সংস্থা-এএস এর সহযোগীতায় ও অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির হোসেন চৌধূরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন। অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। 

মজিববর্ষে অনলাইনে আবেদন করা সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবি জানান অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির হোসেন চৌধূরী।

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে