Dr. Neem on Daraz
Victory Day

ভারতীয় মদসহ নারী কারবারি আটক


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:১৭ এএম
ভারতীয় মদসহ নারী কারবারি আটক

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে ভারতীয় ৪৫ বোতল মদসহ শান্তিবালা (৪৪) নামের এক নারী মাদক কারবারি কে আটক করেছে  পুলিশ। 

বুধবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ গ্রামের আক্কেলের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শ্রীমতি শান্তিবালা ওই এলাকার মনিন্দ্র বর্মনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ গ্রামের আক্কেলের মোড় এলাকার মনিন্দ্র বর্মনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় হ্যাপি গোল্ডের ২৬ বোতল ও মোনালিসা গোল্ডের ১৯ বোতল মদসহ শ্রীমতি শান্তিবালা কে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় জানান, আটক ওই নারী মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে