Dr. Neem on Daraz
Victory Day

কালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা 


আগামী নিউজ | নড়াইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১০:০৭ পিএম
কালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা 

ছবি: আগামী নিউজ

নড়াইল: জেলার কালিয়া উপজেলার সদ্যসমাপ্ত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০নভেম্বর)বিকাল পাঁচটায় কালিয়া থানা হলরুমে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়ার সভাপতিত্বে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কালিয়া থানা এলাকার ৬ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা ইউপি সদস্যসহ নির্বাচনে পরাজিত সকল প্রার্থীগণ।

নির্বাচন-পরবর্তী আইন-শৃঙ্খলা মতবিনিময় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার তার বক্তব্যে বলেন,

কোন প্রকার সহিংসতা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন পরবর্তী সময়ে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারিও দেন।

এছাড়াও বক্তব্য রাখেন ১৩ নং বড়নাল ইলিয়াছাবাদ  ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মল্লিক মোঃ মনিরুল ইসলাম,৫ নং সালামাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মাহি সহ অন্যান্য চেয়ারম্যান অসাধারণ ইউপি সদস্য গণ।

উল্লেখ্য, কালিয়া থানাধীন আটটি ইউনিয়নের মধ্যে মোট ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন ও পাঁচজন স্বতন্ত্রভাবে ৫জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে