Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে বিদেশগামী সম্ভাব্য অভিবাসীদের সচেতনতামূলক সভা


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:৫৪ পিএম
লক্ষ্মীপুরে বিদেশগামী সম্ভাব্য অভিবাসীদের সচেতনতামূলক সভা

ছবিঃ আগামীনিউজ

লক্ষ্মীপুরঃ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশগামী সম্ভাব্য অভিবাসীদের সচেতনতামূলক সভা আজ ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিদেশগামী প্রায় ১৫০ জন সম্ভাব্য অভিবাসী উপস্থিত ছিলেন। 

এসময় বক্তব্য রাখেন এমআরসি বাংলাদেশের প্রতিনিধি এস এম রিফাত শাহরিয়ার, লাবিব মুরশেদ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, প্রশিক্ষক লাভলী ত্রিপুরা, আরিফুর রহমান সোহেল, মো: হাবিব প্রমুখ।

এসময় বক্তারা প্রাক বর্হিগমণ, নিরাপদ অভিবাসন, মানবপাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর  অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মীর ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে সকলের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।  

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে