Dr. Neem on Daraz
Victory Day

রামগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী‍‍`র নির্বাচনী অফিস ভাংচুর


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০১:০০ পিএম
রামগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী‍‍`র নির্বাচনী অফিস ভাংচুর

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ জেলার-রায়পুরে ও রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্ডিপুর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম সুমনের (মোটরসাইকেল প্রতীক) পৃথক ২টি স্থানে নির্বাচনী অফিস ভাংচুর করেছে তার প্রতিপক্ষ আওয়ামীলীগ প্রার্থী। এসময় প্রায় ৫ জন কর্মী আহত হয়েছেন। বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার রাতে (২২ নভেম্বর) চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার ও পদ্মা বাজারে পৃথক এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে শামছুল ইসলাম সাংবাদিকদের জানান। এঘটনার প্রতিবাদে রাতে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে কয়েকজন নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেনের কর্মী ও সমর্থকরা এসে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী

শামছুল ইসলাম সুমনের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে দুটি কার্যালয়ের চেয়ার, টেবিল সহ নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এতে দু’টি অফিসের মোটরসাইকেল প্রতীক সমর্থক ৬ জন আহত হয়েছে।

শামছুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেনের লোকজন এসব কর্মকান্ড করছে। এছাড়াও আমার নেতাকর্মী ও সমর্থকদের মারধরসহ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী জানান। এঘটনায় কয়েকজনের নাম উল্লেখ্য করে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২টি নির্বাচনী অফিস ভাংচুরের ঘটেছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা  হয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে