Dr. Neem on Daraz
Victory Day

ইঁদুর মারার ফাঁদে বৃদ্ধার মৃত্যু


আগামী নিউজ | কলাপাড়া (পটুয়াখালি) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৫:০৬ পিএম
ইঁদুর মারার ফাঁদে বৃদ্ধার মৃত্যু

ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কলাপাড়ায় ইঁদুর মারা কলের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।

চাকামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান এ প্রতিনিধিকেব বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাষ্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে বৃদ্ধ আজিম উদ্দিন ওই ক্ষেতে ঘাস কাটতে গিয়ে তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান গনমাধ্যমকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুতে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ক্ষেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে