Dr. Neem on Daraz
Victory Day
আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা

গাসিক মেয়র জাহাঙ্গীরের ভাগ্য নির্ধারণ আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ১০:১৯ এএম
গাসিক মেয়র জাহাঙ্গীরের ভাগ্য নির্ধারণ আজ

ফাইল ছবি

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি কটূক্তি করে দল থেকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ পাওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ শুক্রবার। তাকে কোনো সাংগঠনিক শাস্তির মুখে পড়তে হচ্ছে কিনা বা দলীয় পদ থেকে বহিস্কার করা হচ্ছে কিনা- তা জানা যাবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে। যদিও শোকজ নোটিশের জবাবে এরই মধ্যে ওই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়ে রেখেছেন জাহাঙ্গীর আলম।

আজ শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠকে আলোচ্যসূচির সঙ্গে থাকবে আলোচিত মেয়র জাহাঙ্গীর ইস্যুটিও।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে দেওয়া গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্যসংবলিত একটি ভিডিও গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। মেয়রের পদত্যাগ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীরকে বহিস্কারের দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি স্থানে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।

তবে মেয়র জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক একটি প্রতিপক্ষ অতি উৎসাহী হয়ে তার বক্তব্যের ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে ভাইরাল করেছে। তিনি গভীর ষড়যন্ত্রের শিকার।

পরে গত ৩ অক্টোবর দলের স্বার্থ পরিপন্থি কর্মকান্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে শোকজ করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা শোকজ নোটিশে ১৫ দিনের মধ্যে জাহাঙ্গীরকে এর জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই শোকজের জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা চান গাজীপুরের মেয়র। আজ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই জবাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকের এজেন্ডাভুক্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুক্রবারের বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সেখানে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছেন এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছেন, তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে