Dr. Neem on Daraz
Victory Day

খালে পাওয়া গেলো ৬৬ লাখ টাকা! 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১১:৪২ এএম
খালে পাওয়া গেলো ৬৬ লাখ টাকা! 

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটঃ শীতের শুরুতে রাস্তার পাশের খাল-বিলে পানি শুকিয়ে এলে মাছ পাওয়া যায়। এটা তো জানি, কিন্তু লাখ লাখ টাকাও পাওয়া যায়, এমনটি শুনেছেন কেউ! এবার তাই হলো।

লালমনিরহাট সদর উপজেলার জেলরোডের একটি জলাশয় থেকে ১ হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের খোর্দসাপটানা এলাকার ওই জলাশয়ের পাশের সড়কের একটি কালভার্টের নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলখানা রোডের খোর্দসাপটানা ওই বিলে মাছ ধরতে যান এক ব্যক্তি। পরে একটি বস্তা দেখতে পেয়ে কাছে গেলে টাকা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পানি থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করে। টাকাগুলোর পেছনে লেখা ছিল সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো জালটাকার নোট। হয়তোবা নির্বাচনী কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছে।

স্থানীয় আব্দুস সালাম (৪০) বলেন, আমি পানির নিচ থেকে সব টাকা তুলেছি। উদ্ধার হওয়া সব টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জালটাকার নোট।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, আমরা রাতে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬২টি বান্ডিল উদ্ধার করেছি। পরে আরও ৪টা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবগুলোই জালটাকার নোট। এ বিষয়ে আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে