পটুয়াখালীঃ কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির ৭টি পাখি আকাশে উড়িয়ে অবমুক্ত করলো বনবিভাগ। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় খাঁচা থেকে এ পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
স্থানীয সূত্র ও বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা থেকে একটি চক্র বিভিন্ন প্রজাতির ৬টি পাখি পটুয়াখালীতে বিক্রি করে। পটুয়াখালী এনিমেল লাভারস নামে একটি সংগঠনের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় এসব পাখিগুলোকে উদ্ধার করে। এরপর পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী থেকে কলাপাড়া রেঞ্জে প্রেরন করা হয়। কুয়াকাটায় পাখিগুলো আকাশে উড়িয়ে অবমুক্তর সময় উপস্থিত ছিলেন মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বহুসংখ্যক পযটক।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ গনমাধ্যমকে জানায়, কুয়াকাটায় একটি হোটেল থেকে ১ টিয়া ও পটুয়াখালী থেকে আসা ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, টিকি হাঁস ১টি, ইউরোসিয়ো তিথি হাঁস ২ টি এই মোট ৭ টি পাখি এসময় অবমুক্ত করা হয়।
আগামীনিউজ/নাসির