Dr. Neem on Daraz
Victory Day

কলেজ ছাত্র রাহাত হত্যা মামলায় ৬ আসামী গ্রেফতার


আগামী নিউজ | মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০২:২৩ পিএম
কলেজ ছাত্র রাহাত হত্যা মামলায় ৬ আসামী গ্রেফতার

ছবি: আগামী নিউজ

পিরোজপুর: জেলার মঠবাড়িয়ায় পূর্ব শক্রতার জের ধরে কিশোর গ্যাংয়ের অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র রাহাত হাওলাদার (২০) হত্যা ঘটনায় মামলা হয়েছে। 

রোববার রাতে নিহত রাহাতের বাবা শাহ আলম হাওলাদার বাদি হয়ে ১২ জনকে এজাহারনামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১২।ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩০৫/৩৪ দঃ বিঃ অপরাধ। 

এঘটনায় পুলিশ এজাহারভুক্ত চার আসামি ও সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামিরা উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের মহারাজ মালের ছেলে (১৭), আলী ফরাজীর ছেলে(১১) ও দুর্গাপুর গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে (১৭) এবং টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের ছেলে রনি খান (১৯)। সন্দেহভাজন দক্ষিণ গুলিসাখালী গ্রামের মৃত মোবারক হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার (৪০) ও নূর সাইদ হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৫১)।

উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার টিয়ারখালী আ: মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে শুভ তার বন্ধুদের নিয়ে গুলিসাখালী আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মহারাজ মৃধা বাড়ির নামক স্থানে শুভ’র উপর হামলা চালায়। এসময় শুভকে বাঁচাতে তার বন্ধুরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রের এলোপাথারি কোপে রাহাত, সানাউল, আরিফ ও আঃ লতিফ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় নিহতের বাবা শাহ আলম হাওলাদার বাদি হয়ে মামলা করেছেন। এজাহারভুক্ত তিন আসামি ও সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহার ভুক্ত আসামি রনি খান কেও পাথরঘাটা নানা বাড়ি থেকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এবং বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে