Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনী প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ, ভিডিও ভাইরাল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ১১:২১ এএম

কুমিল্লা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচতে দেখা গেছে। ৩১ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই নারী প্রার্থী কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা। তার নাম মোসা. পুতুল বেগম। তিনি উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী।  

আগামী ২৮ নভেম্বর কুমিল্লা বরুড়া উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পুতুল বেগম সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন। এখন রাতদিন প্রচার প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে রোববার বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে তার পক্ষে ভোট চাইছেন। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম।  

কেন পুরুষদের বোরকা পরিয়ে নেচে গেয়ে ভোট চাইছেন এমন প্রশ্নে পুতুল বেগম বলেন, বোরকা পরে তো আর মেয়েরা নাচবে না! এটা লজ্জারও। তবে পুরুষদের দিয়ে করালে তো সমস্যা নেই। তাই পুরুষদের দিয়েই কাজটি করেছি। এটা যেমন আনন্দের, তেমনি আকর্ষণীয়। সবাই খুব মজা পেয়েছে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে