Dr. Neem on Daraz
Victory Day

ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা: নিহত ২, আহত ২০


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৮:০২ পিএম
ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা: নিহত ২, আহত ২০

প্রতীকী ছবি

ঢাকা: ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুজন নামে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে দুটি ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় দুজনের মৃত্যু ও আরও ৩টি ইউনিয়নে হামলা-সংঘর্ষ এবং বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- কুল্লা ইউনিয়নের বোরা কই গ্রামের হাজী আব্দুর রশীদের ছেলে রিফাত রেজোয়ান রাতুল (৩৫) এবং সুয়াপুর ইউনিয়নের নাছির উদ্দিন মোল্লা (৯৫)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রাতুলের ছোট ভাই মো. অর্ণবকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুল্লা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজনের আত্মীয় মো. সোলাইমান ইসলাম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন কালী পদ সরকার পতিদন্দিতা করেছে। এর মধ্যে রাতুলের পরিবার আওয়ামী প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। নির্বাচনে সোলাইমান হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ২৫ থেকে ৩০ জন মিলে রাতুলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। রাতুলকে এলোপাতাড়ি কোপানোর সময় তার ভাই অর্ণবের মাথায় আঘাত করা হয়। এ সময় তাদের বাবা আব্দুর রশীদ ফেরাতে এলে তিনিও আঘাত পান।

এদিকে সূয়াপুর ইউনিয়ের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার সময় মো. নাসির উদ্দিন (৯৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হলে আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চরচৌহাট এলাকায় রাতেই নৌকা ও স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসমান প্রীতির সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। উপজেলার রোয়াইল ও সানোড়া ইউনিয়নেও মারামারি হয়েছে। এতেও আহত হয়েছে কয়েকজন। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে সুজন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।’

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে