Dr. Neem on Daraz
Victory Day

সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৯:৪০ এএম
সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটঃ জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে ওই সীমান্তের ৯১৭ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিনসহ কয়েক জন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যায় ও কয়েক জন আহত হয়। ভারতীয় বিএসএফ নিহত দুই জনের লাশ নিয়ে গেছে বলে জানান গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের জানা নেই। তারা খোঁজ খবর নিয়ে এ বিষয়ে জানাবেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে