Dr. Neem on Daraz
Victory Day

বিদায় অনুষ্ঠানে স্কুলছাত্রকে হত্যা, আসামির আত্মসমর্পণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১০:১৩ পিএম
বিদায় অনুষ্ঠানে স্কুলছাত্রকে হত্যা, আসামির আত্মসমর্পণ

নিহত স্কুলছাত্র তপু। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলছাত্র মাহাবুবুর রহমান তপু (১৮) হত্যা মামলার আসামি এমদাদুল হক আকাশ (২৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে অন্য আসামিরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ মামলার অন্যতম আসামি। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিক চন্দ্র দাস জামিন আবেদন নাকচ করে আকাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আকাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার ইউসুফের ছেলে। 

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ.কে.এম. জাহাঙ্গীর কবীর বলেন, বৃহস্পতিবার দুপুরে আকাশ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্র মাহাবুবুর রহমান তপুর হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আদালতে আত্মসমর্পণ করেছে। আমরা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, রোববার (০৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরিক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাতে তপুর ভাই মাসুদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরদিন অভিযান চালিয়ে সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আকাশ আদালতে আত্মসমর্পণ করে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে