Dr. Neem on Daraz
Victory Day

শীঘ্রই ঢাকা থেকে টাঙ্গাইল ডাবল রেল লাইন করা হবে : রেলমন্ত্রী


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৫:২৭ পিএম
শীঘ্রই ঢাকা থেকে টাঙ্গাইল ডাবল রেল লাইন করা হবে : রেলমন্ত্রী

ছবিঃ আগামী নিউজ

টাঙ্গাইলঃ ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে খুব শীঘ্রই, বঙ্গবন্ধু রেল সেতু কাজ শেষ হবার আগেই এ কাজ ধরা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। 

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধন কালে রেল মন্ত্রী  সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন। 

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন ও মন্ত্রনালয়ের সচিব  সেলিম রেজাসহ আরও অনেকে। 

আলোচনায় মন্ত্রী আরোও বলেন, ২০২৪সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সাথে সাথেই ঢাকা থেকে উত্তর বঙ্গের সকল রেল লাইন ডবল করা হবে।  যাতে করে দু লাইলে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে।

তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেনো না করে সে দিকে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে