নীলফামারীঃ জেলার সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ নির্বাচন চলছে। নেওয়া হয়েছে কঠাের নিরাপত্তা ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার (১১ নবেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। নির্বাচনীয় এলাকায় বহিরাগত প্রবেশে বাঁধাসহ আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে পুলিশ রয়েছে সর্তক।
১১টি ইউনিয়নের ১০০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহিৃত করা হয়েছে। নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৪ জন, সংরক্ষিত আসনে ১৪৭ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
সরেজমিনে দেখা যায়, পুলিশ এবং র্যাব টহল দিচ্ছে। নির্বাচনী এলাকায় কাউকে বহিরাগত সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কাগজ-পত্রবিহীন মোটরসাইকেল পেলে জব্দ করা হচ্ছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা সুত্র মতে এই ১১টি ইউনিয়নের ১০টিতে রয়েছে ৯টি করে কেন্দ্র ও চড়াইখোলা ইউনিয়নের ১০টি। রয়েছে সর্বমোট ১০০ টি ভোট কেন্দ্র। এরমধ্যে ৩৪টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। এরমধ্যে চওড়া বড়গাছায় ৩টি, গোড়গ্রামে ৪টি, পলাশবাড়িতে ২টি, রামনগরে ৪টি, কচুকাটায় ৩টি, পঞ্চপুকুরে ২টি, সোনারায়ে ৩টি, সংগলশীতে ৩টি, চড়াইখোলায় ৩টি, চাপড়াসরমজামীতে ২টি ও লক্ষ্মীচাপ ইউনিয়নের ৫টি কেন্দ্রে।
পুলিশ সুপার (এসপি) মোখলেছুর রহমান বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও পুলিশ এবং র্যাব টহল দিচ্ছে। বহিরাগত সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিটি ইউপিতে কনফিডেন্স বিল্ডিং প্যাট্রলের মাধ্যমে ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অবগত ও সম্পৃক্ত করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি নির্বাচনের পুলিশ-বিজিবি সক্রিয় রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনে যেন কোনো সহিংসতা ঘটাতে না পারে এজন্য পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন থাকবে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সদরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১০০টি ভোটকেন্দ্রে ১’শ জন প্রিজাইডিং অফিসার, ৫৮৬জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৭২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
১১টি ইউনিয়নে ২লাখ ১২হাজার ৫জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ১লাখ ৬হাজার ৮৯৮জন এবং নারী ভোটার রয়েছেন ১লাখ ৫হাজার ১০৭জন।
আগামীনিউজ/নাসির