Dr. Neem on Daraz
Victory Day
ঘুষ বাণিজ্যের অভিযোগে

সাভারের সাব-রেজিষ্টারের বিরুদ্ধে দলিল লেখকদের বিক্ষোভ


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:২০ পিএম
সাভারের সাব-রেজিষ্টারের বিরুদ্ধে দলিল লেখকদের বিক্ষোভ

ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের সাব রেজিস্টার আবু তাহের মোঃ মোস্তফার বিরুদ্ধে কমিশন দলিলের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়, দলিল দাখিল দেয়ার সময় অতিরিক্ত টাকা গ্রহনসহ ঘুষ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ করেছে দলিল লেখকেরা।

রবিবার দুপুরে সাভার সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।

ভুক্তভোগী দলিল লেখক আশরাফ হোসেন জানান, সাভার রেজিস্ট্রি অফিসে আমরা কোন কমিশন দলিল করতে গেলে সরকারী ফিসের অতিরিক্ত কয়েকগুন টাকা সাব-রেজিস্টারকে দিতে হয়। এছাড়া দলিল প্রতি সরকারী ফিসের চেয়েও অতিরিক্ত টাকা দেয়ায়সহ বিভিন্ন কারনে উৎকোচ প্রদান করতে হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা তাদের অনৈতিক প্রস্তাবে সমর্থন দিয়ে আসলেও বর্তমানে জমির কেনবেচাঁ কমে যাওয়ায় এবং দিন দিন তাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সকল দলিল লেখকরা এসব ঘুষ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছি। অবিলম্বে ঘুষ বাণিজ্য বন্ধ করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচী হাতে নিতে বাধ্য হবো।

সাভার দলিল লেখক কল্যান সমিতির সাধারন সাধারন সম্পাদক মোহাম্মদ আলীম বলেন, আমাদের দলিল লেখকদের কিছু সমস্যার কারনে আমরা একত্রতি হয়ে বিষয়টি সাব-রেজিস্টারকে জানিয়েছি। তিনি এক সপ্তাহ সময় চেয়েছেন। এর মধ্যে সবকিছু ঠিক না হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টি অবহিত করবো।

ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাব-রেজিস্টার আবু তাহের মোঃ মোস্তফা বলেন, আমরা বিরুদ্ধে তুলা অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। প্রতিটি দলিলের ফিস পে অর্ডারের মাধ্যমে জমা হয়ে থাকে। দলিল লেখকদের কোন সমস্যা থাকতে পারে। আপনি সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে কথা বলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে