হবিগঞ্জঃ জেলায় বাবার গাড়িচাপায় ওমর ফারুক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক (১৪ মাস) আলমগীর মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাবা আলমগীর হোসেন বাড়ির উঠনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক আসলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটি মারা গেছে।
আগামীনিউজ/নাসির