Dr. Neem on Daraz
Victory Day

পাগলা শিয়ালের কামড়ে আহত ৯ জন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০২:৫৪ পিএম
পাগলা শিয়ালের কামড়ে আহত ৯ জন

ছবি: সংগৃহীত

নওগাঁঃ জেলার মহাদেবপুরে পাগলা শিয়ালের কামড়ে গত দুইদিনে নারী ও শিক্ষার্থীসহ ৯ জন মারাত্মক আহত হয়েছেন। কিন্তু শিয়ালটিকে চিহ্নিত করে নিধনের উদ্যোগ নেয়নি কেউ। উপজেলা স্বাস্থ্য বিভাগ আহতদের এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নিয়েছেন।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ অক্টোবর) রোববার রাত ৮টার দিকে একটি পাগলা শিয়াল উপজেলা সদরের বাজারে ঢুকে পড়ে। বাজারের বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করার এক পর্যায়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়ে আহত করেছে। এদিন ওই শিয়ালের কামড়ে জখম হয়েছেন ৬ জন। 

পরদিন সোমবার (১ নভেম্বর) আবারও রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা বাজারে ঢুকে ৩ জনকে কামড় দিয়ে জখম করেছে।

সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল জানান, রাত ৮টায় তিনি মহাদেবপুর বাসস্ট্যান্ডে হাঁটার সময় হঠাৎ শিয়ালটি দৌড়ে এসে তার পায়ে কামড়ে দেয়। এতে তার পায়ের মাংস কিছুটা উঠে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, আহতদেরকে এন্ট্রি র‍্যাবিস ভ্যাকসিন দেয়া হচ্ছে। পাগলা শিয়াল কুকুর নিধনের দায়িত্ব প্রাণিসম্পদ দপ্তরের।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানিয়েছেন, পাগলা শিয়াল চিহ্নিত করে নিধনের কোন ব্যবস্থা তাদের নেই। এ ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে