Dr. Neem on Daraz
Victory Day

মহানবীকে নিয়ে কটুক্তি: রাজশাহীতে সাইবার আইনে ৩ জনের কারাদন্ড


আগামী নিউজ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:১৮ পিএম
মহানবীকে নিয়ে কটুক্তি: রাজশাহীতে সাইবার আইনে ৩ জনের কারাদন্ড

ছবিঃ আগামী নিউজ

পাবনাঃ জেলার আতাইকুলায় মহানবীকে নিয়ে কুটুক্তি ও অবমাননাকর প্রচারের দায়ে সাইবার আইনে দায়েরকৃত মামলায় তিন আসামীর দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

এ ছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর সাত আসামীকে খালাস দেয়া হয়েছে। আজ সোমবার বিকেলে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন মিয়া। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামী এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী খোকন পালাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করা ছবি আপলোড করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়।

পরে তদন্তে জানা যায়, আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটুক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামী খোকন আসামী জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামী আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দীও দেন।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে