Dr. Neem on Daraz
Victory Day

নিজ প্রতিষ্ঠানের নামে পরীক্ষা দিবে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:৪৫ পিএম
নিজ প্রতিষ্ঠানের নামে পরীক্ষা দিবে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা

ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেয়া হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠার পর পরীক্ষার্থীরা এবার প্রথম নিজ প্রতিষ্ঠানের নামে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।

সোমবার (১ নভেম্বর) বেলা দুইটায় মাদ্রাসার হলরুমে ৬ জন পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন মাদ্রাসা সুপার শাহ্ নুর আলম।

এ সময় মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক মিঞা'র সভাপতিত্বে সহকারী শিক্ষক হাফিজুর রহমান, পনির উদ্দিন, ইউসুফ আলী, অভিভাবক আনোয়ার, আব্দুল হাই, স্থানীয় সুধী শেহাব উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। 

মাদ্রাসা সুপার শাহ্ নুর আলম বলেন, ছিটমহল বিনিময়ের পর ২০১৫ সালে মাদ্রাটি প্রতিষ্ঠা করা হয়েছে। ২০১৯ সালে আমরা পাঠদানের অনুমতি পাই। ২০২০ সালে ১৪ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসাটি জাতীয়করণের ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা নিরলস পাঠদান চালিয়ে আসছি। পরীক্ষার্থীরা এবার প্রথম নিজ প্রতিষ্ঠানের নামে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে পরীক্ষার্থী খাদিজা খাতুন অনুভুতি প্রকাশ করে বলেন, 'নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এতদিন যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা অন্য প্রতিষ্ঠানের আওতায় অংশ নিয়েছিল। এবারে প্রথম নিজ প্রতিষ্ঠানের নামে অংশ নিতে পারায় আমি গর্বিত।'

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে