রাজবাড়ীঃ ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে আজও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার জেলার গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তের প্রায় ৯ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে।
এর আগে রোববারও একই কারণে দৌলতদিয়ার সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালকদের দিনের পর দিন ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা নদী পারের জন্য অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সোমবার (০১ নভেম্বর ) সকাল ৯ টার দিকে সরোজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে পচনশীল পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং কিছু সংখ্যক যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি, ট্রাক ও কভার্ডভ্যানকে আগ্রাধিকারের ভিত্তিতে ফেরি পারাপার করা হচ্ছে।
এছাড়া দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সাড়ে ৪ কিলোমিটার অংশে অপনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যানের দীর্ঘ সারি রয়েছে।
ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রীবাহী যানবাহন চলমান রয়েছে। তবে কিছু ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।
আগামীনিউজ/নাসির