Dr. Neem on Daraz
Victory Day

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:৩০ এএম
জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

ছবি: সংগৃহীত

জয়পুরহাটঃ জেলার কালাই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই সপ্তাহের ব্যবধানের মধ্যে কৃষকদের আগাম জাতের আলু রোপণ মৌসুমের শুরুতে জমির সেচ চালিত প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্ন হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের মৃত মকবুল ফকিরের ছেলে সাজুর ৩টি, একই ইউনিয়নের নান্দাইল দিঘীর মৃত আসাদ আলী তালুকদারের ছেলে আমজাদ হোসেনের ২টি, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আলহাজ্ব দরির উদ্দিন সরকারের ছেলে আব্দুর রাজ্জাকের ৩টি, মোলামগাড়ীহাটের মৃত আছির উদ্দিনের ছেলে মুজিবর রহমানের ৩টি, মৃত হায়দার আলীর ছেলে নজরুল ইসলামের ২টিসহ প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে রাতের আধারে। চুরি হওয়া ট্রান্সফরমার এর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের সাজু ও নান্দাইল দিঘীর আমজাদ হোসেন, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুর রাজ্জাক, মোলামগাড়ীহাটের মুজিবর রহমান, নজরুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, রাতের আধারে চোর ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে আমাদের ক্ষতি হয়ে গেল। সামনে আলু রোপণ মৌসুমে ট্রান্সফরমার স্থাপন করতে না পারলে আলু উৎপাদনও ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে।

কালাই পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজি এম গোবিন্দ চন্দ্র দাস জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে সেই সকল কৃষকদের ট্রান্সফরমার পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে চোর চক্র অচিরেই ধরা পড়বে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে