ছবি : আগামী নিউজ
পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় শাহাবুদ্দিন মিয়া (৬৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে বালিয়াতলী ইউপির বড়পাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শাহাবুদ্দিন ওই এলাকার মৃত আবদুল হাকিম মিয়ার ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম গনমাধ্যমকে জানান, নিজ ঘরের সামনে একটি আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। মৃত মৎস্য ব্যবসায়ী বিভিন্ন এনজিওসহ মানুষের কাছে ঋনগ্রস্থ ছিলেন। তবে সঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে তিনি জানান।
আগামীনিউজ/নাসির