Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লায় মন্ডপে সহিংসতার মামলা সিআইডিতে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১২:৪২ এএম
কুমিল্লায় মন্ডপে সহিংসতার মামলা সিআইডিতে

ফাইল ছবি

চট্টগ্রামঃ কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা পুলিশের তদন্তনাধীন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে মামলাটির তদন্ত শুরু করেছে সংস্থাটি।

রোববার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন আগামী নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মূল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে তারা এই মামলার তদন্ত করবে।

প্রসঙ্গত, কুমিল্লায় কোরআন শরিফ অবমাননা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গত ১৩ অক্টোবরের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, তথ্য ও প্রযুক্তি আইনে এবং সহিংসতার ঘটনার অভিযোগে মোট চারটি মামলা করা হয়েছে। চার মামলায় এ পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কুমিল্লার ওই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ১০২টি মামলা দায়ের করা হয়েছ। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫৮৩ জনকে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে