Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১০


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৯:৩৫ এএম
চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১০

ফাইল ছবি

ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২১ জন এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৫৫ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯২৮ জন এবং ২৮ হাজার ২২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ০.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২ জন।

উপজেলাগুলোর মধ্যে- আনোয়ারায় ১ ও হাটহাজারিতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে