Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে এক ঘন্টার ডিআইজি আফসানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৫:১৫ পিএম
বরিশালে এক ঘন্টার ডিআইজি আফসানা

ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ রেঞ্জের ডিআইজি হিসেবে এক ঘন্টার প্রতীকী দায়িত্ব পালন করেছেন বরগুনা সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আফসানা কবীর। বুধবার বেলা ১১টায় এ দায়িত্ব নিয়ে তিনি বরিশাল বিভাগকে নারীর প্রতি সহিংসতা, বৈষম্যরোধ এবং ধর্ষণ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তার পাশের আসনে বসিয়ে আফসানা কবীরকে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন। প্রথমে আফসানা ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার ক্যাম্পেইনের আওতায় সমাজের উচ্চ পর্যায়ের বিভিন্নপদে প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। আফসানা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) বরগুনা জেলা শাখার শিশু সাংবাদিক।

ডিআইজির প্রতীকী দায়িত্ব গ্রহণের পর আফসানা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যরোধ, ধর্ষণ মুক্ত বরিশাল বিনির্মান, ইন্টারনেট ভিত্তিক অসুস্থ মানসিকতার বিনোদনে আসক্ত হয়ে পরা, বিকৃত মানসিকতার বিভিন্ন ধরনের লেখা ও ছবি পোস্ট করাসহ কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা সুপারিশমালা তুলে ধরেন। ডিআইজি এসএম আক্তারুজ্জামান এসব সুপারিশমালা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

এ সময় প্লান ইন্টারন্যাশনালের জেন্টার স্পেশালিস্ট নাসরিন নাহার, বরিশালের এনজিও ব্যক্তিত্ব রহিমা সুলতানা কাজল এবং কাজী জাহাঙ্গীর কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে