Dr. Neem on Daraz
Victory Day
ইউপি নির্বাচন

দৌলতখানে ৩০৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


আগামী নিউজ | দৌলতখান প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১২:১৫ পিএম
দৌলতখানে ৩০৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি

ভোলাঃ জেলার দৌলতখানে ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে উপজেলার ৭ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৭০ জন ও সাধারণ সদস্য পদে ২১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকে প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে শতশতকর্মী সমর্থক নিয়ে নেচে গেয়ে বাজনা বাজিয়ে নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হতে থাকে। এরপর প্রত্যেক প্রার্থী ভিন্নভিন্নভাবে সাথে কয়েক জনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা যার যার ইচ্ছে মত পথে পথে ও নির্বাচন অফিস চত্বরে জনসমাবেশ ঘটালেও নির্বাচনী আচরণ বিধিলংঘনের দায়ে কাউকে কোন জবাবদিহি করতে হয়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন, ইসলামী আন্দোলনের ৫ জন ও স্বতন্ত্র ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত সদস্য আসনে ৭০ ও সাধারণ সদস্য আসনে ২১৬ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে