Dr. Neem on Daraz
Victory Day

মন্দিরে হামলার সেই দুই আসামির মনোনয়ন বাতিল করল আ’লীগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১১:৪৮ পিএম
মন্দিরে হামলার সেই দুই আসামির মনোনয়ন বাতিল করল আ’লীগ

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগরে মন্দির ও হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দেওয়া মনোনয়ন বাতিল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

বুধবার রাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নাসিরনগর উপজেলার সদরে আবুল হাসেম ও হরিপুর ইউপি নির্বাচনে দেওয়ান আতিকুর রহমানকে চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন দেয়। 

সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে।

আতিকুর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের নেতা। তিনি ২০১৬ সালে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার অন্যতম হোতা। 

আবুল হাসেম সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। তিনি প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের ভাগনে। হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল জেলা আওয়ামী লীগ।

২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জেরে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় করা আট মামলায় প্রায় তিন হাজার মানুষকে আসামি করা হয়। হামলার ১৩ মাস পর ২০১৭ সালে ১১ ডিসেম্বর আট মামলার একটিতে আদালতে দেওয়ার আতিকুর রহমান, আবুল হাসেমসহ ২২৮ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে