পটুয়াখালী: জেলার কুয়াকাটায় ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না পুজা মন্ডপ পরিদর্শনে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ ও ভারত পরস্পরের বন্ধু। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সমগ্র বিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে।
কুয়াকাটা শ্রী শ্রী রাঁধাগোবিন্দ মন্দির ও সেবাশ্রম পরিদর্শন করেতে আসা ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না এ কথাগুলো বলেছেন। বুধবার রাত ১০টায় তিনি কুয়াকাটা সৈকতে অবস্থিত মন্দিরটি স্বস্ত্রীক পরিদর্শনে
আসেন।
পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যরা এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ভারতীয় ডেপুটি হাই কমিশনার রায়না তার সংক্ষিপ্ত বক্তব্যে সাবর্জনীন শারদীয় দূর্গা পূজায় সরকারের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
এসময় কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস সহ উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আগমনকে ঘিরে এ মন্দিরে লোকসংগীত ও বাউল গানের আয়োজন করা হয়।
আগামীনিউজ/ হাসান