Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:৫৩ পিএম
চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি নিহত

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ জেলার বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ ৯ মামলার আসামি মো. আলমগীর (৪৫) নিহত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) ভোরে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর ওরফে আলমের বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে র‌্যাব সুত্রে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, র‌্যাবের একটি দল ভোরে নিয়মিত টহলে গণ্ডামারা এলাকায় গেলে একদল দুর্বৃত্ত গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা নিহত ওই ব্যক্তিকে ‘আলমগীর ওরফে আলম ডাকাত’ হিসেবে শনাক্ত করে বলে র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবসার জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের গুলিতেই আলমগীর নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান, একটি এলজি, একটি ছুরি, ১১ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে